খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
প্রধানমন্ত্রীকে দেয়া জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউনেপ) সর্বো”চ পরিবেশ বিষয়ক সম্মান ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার ফিরিয়ে নিতে সংস্থাটির প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি। জাতিসংঘ সদর দফতরের বাইরে বুধবার এক বিক্ষোভ সমাবেশে এ দাবি করে জাতীয়তাবাদী দল-বিএনপি’র যুক্তরাষ্ট্র শাখা। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছিলেন। সমাবেশে যুক্তরাষ্ট্র শাখা বিএনপির নেতারা বর্তমান সরকারকে অবৈধ উল্লেখ করার পাশাপাশি চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ পুরস্কার ফিরিয়ে নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান তারা। সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সভাপতি ডা. মুজিবুর রহমানসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।