খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
অবশেষে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে প্রথমবারের মতো ফিলিস্তিনি পতাকা উড়ানো হল। পতাকা উত্তোলন অনুষ্ঠানে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও উপস্থিত ছিলেন। খবর আল জাজিরার। বুধবার নিউইয়র্কের স্থানীয় সময় দুপুর ১টায় (জিএমটি ৬টায়) বিভিন্ন দেশের কূটনীতিকদের সামনে এ পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনকালে দেয়া বক্তব্যে আব্বাস অনুষ্ঠানটি ফিলিস্তিনি শহীদ, কারাবন্দি এবং যুদ্ধাহতদের উৎসর্গ করেন। পশ্চিম তীরের রামাল্লার ইয়াসির আরাফাত স্কয়ারে কয়েকশ’ মানুষ একসাথে জড়ো হয়ে বড় পর্দায় এ পতাকা উত্তোলনের দৃশ্য উপভোগ করেন। আল জাজিরার প্রতিনিধি ইমতিয়াজ তায়েব বলেন, রামাল্লার পরিস্তিতি ছিল উৎসবমুখর। অনেকে ফিলিস্তিনি জাতীয় সংগীত গেয়ে পতাকা উত্তোলনও করেছে সেখানে। এদিকে ইসরাইল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রও এর বিরোধীতা করেছে। হাফিংটন পোস্টের বরাত দিয়ে আল জাজিরা জানায়, পতাকা উত্তোলন অনুষ্ঠানকে আশার আলো বলে অভিহিত করেছেন মাহমুদ আব্বাস। তিনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিশ্ববাসীর কাছে আবেদন জানিয়েছেন। ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনের জন্য এ আবেদন জানান আব্বাস। প্রসঙ্গত, ফিলিস্তিনি পতাকা জাতিসংঘে উত্তোলনের বিষয়ে ১০ সেপ্টেম্বর একটি ভোটাভুটি অনুষ্ঠিত হয়। যাতে জাতিসংঘের ১১৯টি সদস্য দেশ ফিলিস্তিনি পতাকা উত্তোলনের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল ৪৫টি দেশ। বিপক্ষে দেয় ৮টি দেশ, যাদের মধ্যে ইসরাইল, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া অন্যতম।