খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে আসার কথা ছিল ২৮ সেপ্টেম্বর। কিন্তু নিরাপত্তাজনিত ঝুঁকির বিষয়টি উল্লেখ করে তারা এই সফর পিছিয়ে দেয়। এরপর অস্ট্রেলিয়ার নিরাপত্তা পরিদর্শক দল বাংলাদেশে আসে। তারা বিভিন্ন মহলের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করে। এরপর মঙ্গলবার তারা দেশে ফিরে যায়। বুধবার তারা অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে। সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সফরে আসা না আসার বিষয়ে। তবে সেই সিদ্ধান্তটি এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি তারা। আজ (বৃহস্পতিবার) তারা সিদ্ধান্তটি জানাবে। তবে তার আগেই চাউর হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া বাতিল করতে যাচ্ছে বাংলাদেশ সফর। দুদিন আগে বাংলাদেশের একজন অস্ট্রেলিয়া প্রবাসী অসি অধিনায়ক স্টিভেন স্মিথকে সুপার মার্কেটে পেয়ে জিজ্ঞেস করেছিলেন, ‘বাংলাদেশ সফরে যাচ্ছেন কি না?’ জবাবে স্মিথ বলেছিলেন ‘নট এট দিস স্টেজ।’ সেখানেই অনেকটা পরিস্কার হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি জ্বালানি বিশেষজ্ঞ ও ক্রিকেট বিশ্লেষক সালেক সুফি ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাদারল্যান্ডের সঙ্গে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করেন। কিন্তু তার ই-মেইলের জবাবে সাদারল্যান্ড যা জানিয়েছেন সেটা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য সত্যিই হতাশার। তিনি লিখেন, ‘দুঃখিত, মি. সালেক, আপনার জন্য কোনো ভালো খবর নেই। বাংলাদেশ সফরটি বাতিলের বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে। আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। আমাদের খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা সবার আগে। আমাদের দুঃখ প্রকাশের বিষয়টি বাংলাদেশ কমিউনিটিতে জানিয়ে দিন।’ এর আগে গতকাল অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়দেরকে তাদের প্রদেশিক দলের হয়ে খেলার অনুমতি দেয় বোর্ড। পাশাপাশি নভেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষের সিরিজের জন্য প্রস্তুতির বিষয়টিও ভাবতে শুরু করে। নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট অনুষ্ঠিত হবে।