Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
44শিল্প ও বায়ুদূষণের কারণে ভারতে তাজমহলের শ্বেতপাথরে জমে থাকা হলুদ ময়লার স্তর পরিষ্কার করতে দীর্ঘ ৯ বছর সময় লাগবে বলে জানিয়েছেন প্রত্নতত্ত্ববিদরা।
বুধবার এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এটা সফলভাবে পরিষ্কার করার জন্য পরিকল্পনার একটি রূপরেখাও সরকারের কাছে পেশ করেছে পত্রিকাটি।
প্রতœতত্ত্ববিদরা জানান, তাজমহলের চারটি মিনার এবং ভালবাসার স্বৃতিস্তম্ভের প্রধান গম্বুজ সঠিক ও নিরাপদভাবে পরিষ্কার করতে দীর্ঘ সময় প্রয়োজন হবে। এতে নয় বছরেরও বেশি সময় লাগতে পারে বলে জানান তারা।
১৭ শতাব্দির বিখ্যাত এ স্বৃতিস্তম্ভকে ব্যস্ত শিল্প শহর আগ্রার দুষণ থেকে রক্ষা করার জন্য সম্প্রতি কয়েক বছর ধরেই কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে আগ্রায় কয়লা চালিত শিল্প বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে।
এর আগে গত বছর তাজমহল পরিষ্কার করার ঘোষণা দেয়ার পর ওই এলাকায় জ্বালানির জন্য গোবর পোড়ানো নিষিদ্ধ করা হয়। যাতে করে তাজমহলের দেয়ালে দূষণের পরিমাণ কমানো যায়।
প্রসঙ্গত, তাজমহল ভারতের প্রধান পর্যটন আকর্ষণ। যা মোঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের ভালবাসার স্মৃতি হিসেবে নির্মাণ করেছিলেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনসহ বিশ্ব নের্তৃবৃন্দের মূল্যবান বাণীসমূহ এখানে খোদাই করে লেখা আছে। ১৯৯২ সালে প্রয়াত ব্রিটিশ রাজকুমারী ডায়নার বিখ্যাত ফটোগ্রাফ পাথরের স্তরের উপর সংরক্ষণ করা হয়েছে।