খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটল। ক্রিকেটারদের নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সফরে আপাতত না আসার ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকালে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড আনুষ্ঠানিকভাবে এই সফর স্থগিতের কথা জানান। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ফেইসবুক পেইজেও এমন ঘোষণা দিয়েছে।
সফর স্থগিতের ঘটনায় ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাদারল্যান্ড। তিনি বলেছেন, ‘পুরো ব্যাপারটাই হতাশার। গত ছয় দিন ধরে ব্যাপারটা নিয়ে আমরা অনেক কাজ করেছি। বর্তমান পরিস্থিতিতে আপাতত এই সফর স্থগিত ঘোষণা ছাড়া আমাদের আর কিছুই করার ছিল না।’
তিনি বলেন, ‘ছয় দিন আগে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক দপ্তর (ডিএফএটি) আমাদের বাংলাদেশে অস্ট্রেলীয়দের সম্ভাব্য ঝুঁকির কথা জানায়। এর পর থেকেই আমরা ব্যাপারটা নিয়ে কাজ করেছি। পুরো বিষয়টি বোঝার চেষ্টা করেছি। আমাদের তিনজন কর্মকর্তা বাংলাদেশে গিয়ে বাংলাদেশ সরকার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ তাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। সবকিছু বিচার-বিবেচনা করে আমরা আপাতত এই সফর স্থগিত ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি।’
সাদারল্যান্ড অবশ্য আশাবাদী ‘সুবিধাজনক সময়ে’ এই সফর আবার অনুষ্ঠিত হবে, ‘আমরা এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করব। আমরা একসঙ্গে বসেই সিদ্ধান্ত নেব আবার কবে এই ক্রিকেট সিরিজের জন্য সময় বের করা যায়।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী এই সফর স্থগিতের জন্য বাংলাদেশ ক্রিকেট ও এ দেশের ক্রিকেট সমর্থকদের প্রতি নিজেদের সহানুভূতির কথা জানান, ‘আমরা বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটপ্রেমীদের প্রতি সহানুভূতিশীল। কিন্তু আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করে এ ছাড়া আর আমাদের কিছুই করার ছিল না।
তিনি ক্রিকেট অস্ট্রেলিয়াকে সর্বাত্মক সহযোগিতার জন্য বাংলাদেশ সরকার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘তাদের সহযোগিতা ছিল অভূতপূর্ব।’
এরআগে স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের টেস্ট দল ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসার কথা ছিল। কিন্তু সফরের মাত্র দুইদিন আগে অস্ট্রেলিয়ান পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক অধিদপ্তর (ডিএফএটি) বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে। সংস্থাটি ক্রিকেট অস্ট্রেলিয়াকে এক সতর্কবার্তায় জানায়, বাংলাদেশে অস্ট্রেলিয়ানদের ওপর জঙ্গি হামলার আশঙ্কা আছে। আর সংস্থাটির এই সতর্কবার্তা পেয়েই ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের নিরাপত্তা প্রধান শন ক্যারল, অস্ট্রেলিয়ার টিম ম্যানেজার গেভিন ডভে ও দলের নিরাপত্তা কর্মকর্তা ফ্রাঙ্ক ডিমাসিকে জরুরি ভিত্তিতে রোববার ঢাকায় পাঠায়। তারা সবকিছু পর্যবেক্ষণ ও বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দেশে ফিরে যায়। কিন্তু সিদ্ধান্ত নিতে তিনদিন সময় নেয়। তিনদিন পর ক্রিকেট অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে এই সিরিজ স্থগিত করার বিষয়টি জানায়।
৩ অক্টোবর ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে একটি প্র¯‘তি ম্যাচ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। ৯ অক্টোবর চট্টগ্রামে প্রথম ও ১৭ অক্টোবর ঢাকায় দ্বিতীয় টেস্টটি খেলার কথা ছিল।