কামরুল হাসান, ঠাকুরগাঁও, খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
”নগর পরিবেশ উন্নয়নে প্রবীণদের অংশগ্রহন নিশ্চিত করুন” এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে প্রবীণ হিতৈষী সংঘ, জেলা প্রশাসন ও সমাজ সেবা দপ্তর জেলা প্রশাসকের কার্যালয়ে থেকে র্যালী বের করে। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে এক আলোচনা সভায় বক্তব্যদেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি অধ্যক্ষ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।
সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে প্রবীণরা সমাজের বোঝা নয় বরং সম্পদ এ বিষয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরন করা হয়।