খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ০২ অক্টোবর ২০১৫
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দেশের বিভন্ন পাবলিক পরীক্ষার ‘পদ্ধতি’ পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন।
শুক্রবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে কথা বলেন।
শিক্ষা মন্ত্রী বলেন, দুই-তিন মাসব্যাপি পরীক্ষা হচ্ছে। যা অনেক সময় নষ্ট করে। এ সময় শিক্ষার্থীদের পাঠদানও বন্ধ থাকে। তারা বঞ্চিত হয়। এদিকে মন্দ কিছু ব্যক্তি প্রশ্নপত্রও ফাঁস করেন।
স্বল্প সময়ে এই পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা যায় কিনা এমনটি ভেবে দেখতে হবে বলেও মত দেন নুরুল ইসলাম নাহিদ।