খোলা বাজার২৪ ॥ শনিবার, ০৩ অক্টোবর ২০১৫
অল্পের জন্য সড়ক দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেলেনে দু’বারের ‘ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার’ রোনালদিনহো। খবর জি নিউজ। খবরে বলা হয়, শুক্রবার মায়ের জন্মদিন সেলিব্রেট করার জন্য পোর্তো অ্যালেগ্রে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার। গাড়িটির ব্যাপক ক্ষতি হলেও কেউ আহত হয়নি। রোনালদিনহোর ভাই তথা এজেন্ট রবার্তো ডি অ্যাসিস জানিয়েছেন, ‘ভাগ্যক্রমে কেউ আহত হয়নি । এটা স্বস্তির খবর। ’ মাত্র দু’দিন আগেই রোনালদিনহোকে ছেড়ে দিয়েছে রিও ডি জেনেইরোর ক্লাব ফ্লুমিনেনস। শোনা যাচ্ছে, এবার আইএসএল-এ খেলতে দেখা যেতে পারে ব্রাজিলীয় এই তারকাকে। যদিও এখনও কোনও ফ্র্যাঞ্চাইজির তরফে রোনালদিনহোকে নিয়ে কিছু বলা হয়নি।