খোলা বাজার২৪ ॥ শনিবার, ০৩ অক্টোবর ২০১৫
যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশন অংশগ্রহণ ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে সংবর্ধনা জানাতে রাজধানীর প্রধান সড়কগুলো বন্ধ করে অপেক্ষা করছে তার দল ও জোটের নেতাকর্মীরা। ফলে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। আজ শনিবার দুপুর ১২টা থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হচ্ছে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত। নেতাকর্মীরা রাস্তার একপাশ বন্ধ করে দিয়ে প্রিয় নেত্রীকে সংবর্ধনা জানাতে অপেক্ষা করছে। অন্যদিকে রাস্তায় গাড়ি চলাচল না করতে পারায় দুর্ভোগে পড়েছে যাত্রীরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সিলেট বিমানবন্দরে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন তিনি। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরষ্কার চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ এবং ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ লাভ করায় প্রধানমন্ত্রীকে তার দল ও জোট প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নেয়।