খোলা বাজার২৪ ॥ রবিবার, ৪ অক্টোবর ২০১৫
আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তার জন্য প্রয়োজনে বিজিবিকে মাঠে নামানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘এবার দুর্গাপূজায় নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সব বাহিনীকে কাজে লাগানো হবে। র্যাব, পুলিশ, আনসার, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের পাশাপাশি প্রয়োজনে বিজিবিকে কাজে লাগানো হবে।’ তিনি আরো বলেন, ‘দুই বিদেশি হত্যাকা-সহ সার্বিক বিষয় মাথায় রেখে আমরা দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিয়ে বৈঠকে আলোচনা করেছি। দুর্গাপূজার প্রতিমা বানানো, পূজামণ্ডপ তৈরি, প্রতিমা বিসর্জনসহ পুরো আনুষ্ঠানিকতা শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করব।’ বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এখানে বহু ধর্মের মানুষ বাস করেন। অনেক হিন্দু ধর্মাবলম্বী এ দেশে বাস করেন। আমাদের শ্লোগান- ধর্ম যার যার, উৎসব সবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এভাবেই কাজ করছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত বছর ২৮ হাজার ৩০০ পূজামণ্ডপ ছিল। এবার আরো বেশি হতে পারে। গতবার যেভাবে আমরা পূজাম-পগুলোকে নিরাপত্তা দিয়েছিলাম এবার তা আরো জোরদার করা হবে। আমাদের সব বাহিনীই নিরাপত্তা দিতে সচেষ্ট থাকবে।’ পূজামণ্ডপ ভাঙচুর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দু-একটি ঘটনা ঘটেছে। কিন্তু যেভাবেই হোক স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা নিশ্চিত করবে।’ বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং পূজা উদযাপন পরিষদের নেতারা অংশ নেন। পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ বলেন, ‘বৈঠকে পূজা উদযাপনে নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা দুই বিদেশি হত্যাসহ চলমান বিচ্ছিন্ন ঘটনা মাথায় রেখে পদক্ষেপ নিতে বলেছি।