খোলা বাজার২৪ ॥ রবিবার, ৪ অক্টোবর ২০১৫
দেশে দু’জন বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনার ‘সুষ্ঠু তদন্তের’ স্বার্থে প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোকে তদন্তে অন্তর্ভূক্তির দাবি জানিয়েছে বিএনপি। দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কালপিটদের বিচারের সম্মুখীন করা সরকারের দায়িত্ব। সরকারের উচিত হবে প্রয়োজনে জাপানি, ইতালীয় এফবি আইসহ যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে সুষ্ঠু তদন্ত ও বিচারের স্বার্থে তাদের ইনভল্ব (অন্তর্ভূক্ত) করা।’ রোববার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।