খোলা বাজার২৪ ॥ সোমবার, ৫ অক্টোবর ২০১৫
রাজধানীতে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য সন্দেহে আটজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাজধানীর বিভিন্ন এলাকায় রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানবপাচার চক্রের আট সদস্যকে আটক করা হয়। তাদের কাছে থেকে বিপুলসংখ্যক জাল ভিসা ও ভিসা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।