Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ৫ অক্টোবর ২০১৫
18সিরিয়ার প্রাচীন শহর পালমিরার আরেকটি পুরাকীর্তি গুঁড়িয়ে দিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। গুরুত্বপূর্ণ এই পুরার্কীতিটি ‘পালমিরার বিজয় তোরণ বলে পরিচিত। দেশটির কর্মকর্তা ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ প্রতিবেদন প্রকাশ করেঠে বিবিসি অনলাইন। আইএস জঙ্গিরা পালমিরা নগরীর দুইহাজার বছর পুরনো এতিহ্যবাহী আরেকটি স্থাপনা ধ্বংস করেছে। ইউনেস্কো ঘোষিত গুরুত্বপূর্ণ প্রাচীন নিদর্শনের অন্যতম এই খিলানটি রোমান বিজয় উদযাপনের অংশ হিসেবে সমাদৃত হয়ে আসছিল। পালমিরার একজন মানবাধিকারকর্মী মোহাম্মদ হাসান আল-হোমসি জানান, ‘পালমিরার বিজয় তোরণ বলে পরিচিত ওই প্রাচীন স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে আইএস”। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বিজয় তোরণ নামে ওই প্রাচীন স্থাপনা যে ধ্বংস হয়েছে বিভিন্ন সূত্র এটি নিশ্চিত করেছে । সিরিয়ার পুরাতত্ত্ব বিভাগের পরিচালক মামুন আবদুল করিম এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন পালমিরার নিয়ন্ত্রণ পুরোপুরি আইএসের দখলে। শহরটি শেষ হয়ে গেছে। এর আগে পালমিরা নগরীর আরও দুটো প্রাচীন স্থাপনা ধ্বংস করে আইএস জঙ্গিরা। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত পালমিরা গত মে মাসে দখল করে নেয় আইএস। সিরিয়ার রাজধানী দামেস্কের ২১০ কিলোমিটার উত্তর-পূর্বে পালমিরা অবস্থিত। শহরটি মূলত একটি মরূদ্যান। সিরিয়ায় পালমিরার পরিচিতি ‘তাদমুর’ নামে। এর অর্থ হচ্ছে ‘খেজুরের শহর’।