খোলা বাজার২৪ ॥ সোমবার, ৫ অক্টোবর ২০১৫
বিজয়া দশমীর সরকারি ছুটি আগামী ২৩ অক্টোবরের পরিবর্তে ২২ অক্টোবর করা হয়েছে। দুর্গোৎসবের নবমী ও দশমীর তিথি একই দিনে পড়ায় ছুটি এক দিন এগিয়ে আনা হয়েছে। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেথ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকশেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। চলতি বছরের সরকারি ছুটির তালিকায় বিজয়া দশমীর সরকারি ছুটি দিন ২৩ অক্টোবর ধার্য করা হয়েছিল। কিন্তু হিন্দু পঞ্জিকার তিথি অনুযায়ী ২২ তারিখই দশমীর তিথি হওয়ায় ছুটি পরিবর্তন করা হয়েছে।