খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫, মেহেরপুর
অবশেষে পৌর মেয়র আহমেদ আলীর হস্তক্ষেপে চালু করা হয়েছে গাংনী হাসপাতালের এ্যাম্বুলেন্স টি। তিন মাস বন্ধ থাকার পর সোমবার থেকে বিশেষ ব্যবস্থায় এ্যাম্বুলেন্স টি চালু করা হয়। গাংনী হাসপাতালের টি এইচএ ডাঃ মারুফ হাসান জানান,জ্বালানী তেলের অভাবে মাস তিনেক এ্যাম্বুলেন্স সেবা টি বন্ধ ছিল। গাংনী পৌর মেয়র আহমেদ আলীর বিশেষ উদ্দ্যেগে বন্ধ থাকা এ্যাম্বুলেন্স টি পুনরায় চালু করা হয়েছে। আওয়ামী লীগ নেতা ও গাংনী পৌর মেয়র আহমেদ আলী জানান, এ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় রুগীরা চরম দূর্ভোগে পড়েছিল। মূমুর্ষ রুগীকে কুষ্টিয়া,মেহেরপুর কিংবা রাজশাহীতে নেয়া সম্ভব হচ্ছিল না। জনগনের দূর্ভোগের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থায় এ্যাম্বুলেন্স টি চালু করা হয়েছে।