খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫, রাজশাহী
রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকার একটি গ্যারেজ থেকে সোমবার ভোর ৪টার দিকে এক হাজার ৮শ’ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ট্রাক জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে দুপুর সাড়ে ১২টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। জব্দকৃত ফেন্সিডিলের দাম ৯ লাখ টাকা বলেও জানানো হয়।
সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) সুসান্ত চন্দ্র রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর বোয়ালিয়া থানাধীন তালাইমারী এলাকায় মনিরের ট্রাক গ্যারেজে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পার্কিং করা চালক বিহীন ওই ট্রাকের (ঢাকা মেট্রো-ড-১৪-৪৯৪৬) পাটাতনের নিচ থেকে এক হাজার ৮শ’ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়। তবে ট্রাকটির চালক, মালিক বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। পরে ফেন্সিডিলসহ ট্রাকটি জব্দ করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এসি।