খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫, সিংড়া, নাটোর
চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলার আগপাড়া শেরকোল এলাকায় জিংক সমৃদ্ধি ব্রিধান ৬২ জাতের শস্য কর্তন ও বিশেষ কর্মসূচীর আওতায় আজাদ দরগা রাস্তায় তাল বীজ রোপণ করা হয়েছে। সোমবার দুটি পৃথক অনুষ্ঠানে ঢাকা খামার বাড়ি ক্রপস ইউং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ গোলাম মোস্তফা প্রধান অতিথি থেকে এই কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক শস্য মিজানুর রহমান, নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলহাজ উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন প্রমূখ।