খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫, টঙ্গী, গাজীপুর
টঙ্গীর খাঁ-পাড়া রোডের ট্রান্সপোর্ট ব্যবসায়ী মো. আজাদ হোসেনের বাসা থেকে ৪ জুয়ারিকে গত রোববার রাতে আটক করেছে গাজীপুর জেলা ডিবি পুলিশ। পরে তাদেরকে প্র্রায় দুই লক্ষ টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, আজাদ ট্রান্সপোর্টের মালিক মো. আজাদ হোসেন, জমি ব্যবসায়ী সাইফুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন ও দুলাল খাঁ আজাদের বাসায় বসে জুয়া খেলছিলেন। খবর পেয়ে গাজীপুর ডিবি পুলিশের এসআই মো. মিঠু তাদেরকে আটক করেন। পরে তাদের কাছ থেকে নগদ ১লাখ ৭০ হাজার টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেন। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এব্যাপারে যোগাযোগ করা হলে মো. আজাদ হোসেন জানান, আমরা সময় কাটানোর জন্য ৪জন বসে কলব্রিজ খেলছিলাম। ডিবির এসআই মিঠু আমাদেরকে ধরে নিয়ে যায় এবং আমাদের কাছ থেকে ১লাখ ৭০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়।
এব্যাপারে গাজীপুর জেলা ডিবি’র এসআই মো. মিঠুর সাথে যোগাযোগ করা হলে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়েছিল। পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, জুয়ারি আজাদ একাধারে ২ থেকে ৩ দিন পর্যন্ত জুয়ার আসরে বসে থেকে খেলা চালিয়ে যায় বলেও এলাকাবাসী অভিযোগ করেছেন। এছাড়াও তিনি নিয়মিত মদ্যপান, জুয়া খেলা ও নারী লোভী বলেও এলাকাবাসী অভিযোগ করেন।