খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫
জেলার রূপগঞ্জে যাত্রীবাহি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের বলাইখাঁ এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে হারুন মিয়া, ইমান আলী, কাউসার মিয়া, আম্বর মিয়া, ইদ্রিস মিয়া, আমেনা বেগম ও সালেহা খাতুনকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও এসআই তছলিম উদ্দিন জানান, সকাল ৯টার দিকে ভুলতাগামী গ্লোরি পরিবহনের যাত্রীবাহি বাসটি উপজেলার ভুলতা ইউনিয়নের বলাইখাঁ এলাকায় পৌঁছে অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ১০ যাাত্রী আহত হয়।