Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪,মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫
39ফুটবলের দর্শকদের মেজাজ এবার বুঝি ভর করল ক্রিকেটেও। সোমবার কটকের বারাবটি স্টেডিয়ামে দর্শকদের ‘বোতল মিসাইল’ নিক্ষেপণে দু’দফায় খেলা বন্ধ থাকল প্রায় ৪০ মিনিটের উপর। এককথায় ভারতীয় ক্রিকেটের জন্য অত্যন্ত খারাপ বিজ্ঞাপন হয়ে থাকল তাও সফররত দক্ষিণ আফ্রিকার সামনে। প্রত্যেকেই কটকের এই ঘটনার সমালোচনায় মুখর। যদিও মাঠে বোতল উড়ে আসার ঘটনায় ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছে অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। তিনি বলছেন,‘এটা খুব একটা সিরিয়াস ঘটনা নয়। বেশ কিছু দর্শক মাঠে বোতল ছুঁড়েছিলেন। ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখেই আম্পায়াররা খেলা সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমাদের খারাপ পারফরম্যান্সের জন্যই দর্শকরা বোতল ছুঁড়ছিল। বেশ কিছু বোতল আজকে খুব বাজে জায়গায় চলেও এসেছিল। তবে পরের দিকে শুধু মজার ছলেই দর্শকরা বোতল ছুঁড়ছিল। আমার মনে হয় না এই বিষয়টা নিয়ে সিরিয়াসলি ভাবা উচিৎ। আমার মনে আছে,ভাইজাগে একটা ম্যাচে আমরা জেতার পরেও এইভাবে মাঠে বোতল উড়ে এসেছিল।’ অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু’ প্লেসিস দর্শকদের এধরণের আচরণে অবাক। তিনি বলেছেন, ‘এই ধরনের ঘটনা দেখতে ভাল লাগে না। ভারতে ৫–৬ বছর ধরে খেলতে আসছি। কিন্তু এ ধরনের ঘটনা কখনও দেখিনি। এটা ক্রিকেটের পক্ষে কখনই ভালো নয়। আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর মাঠে ঘটবে না।