খোলা বাজার২৪, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫
মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্কাই ঈগল নামের ৫টি অত্যাধুনিক ড্রোন বিমান কিনেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বার্তায় এ খবর জানিয়েছে।
আন্তর্জাতিক যুদ্ধাস্ত্র বিক্রয় কার্যক্রমের আওতায় পাকিস্তানের কাছে ড্রোনগুলো বিক্রি করে যুক্তরাষ্ট্র।
বেসরকারি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে মার্কিন ড্রোন বিমান স্কাই ঈগল বিক্রির সব ধরনের চুক্তি সম্পন্ন করেছে। খুব শিগগির এগুলো হস্তান্তর করা হবে হবে জানা গেছে।
ড্রোনগুলো কিনতে পাকিস্তানকে ব্যয় করতে হয়েছে ১ কোটি ৫২ লাখ ডলার। এর আগে দেশটি বোরাক, আবাবিলসহ ইতালিয়ান ড্রোনের মালিক হয়েছে। এছাড়া বিশ্বের ড্রোন প্রযুক্তি ব্যবহারকারী ৫ দেশের মধ্যে পাকিস্তানও অন্তর্ভুক্ত। -উর্দু ভিউজ