খোলা বাজার২৪ বুধবার, ৭ অক্টোবর ২০১৫
রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে গত ৯ সেপ্টেম্বর কাতারের মুখোমুখি হয়েছিল হংকং। ওই ম্যাচ চলাকালীন চীনের জাতীয় সঙ্গীত বাজানোর সময় দুয়োধ্বনি ও বিদ্বেষসূচক ব্যানার বহন করে হংকং সমর্থকরা। আর এ জন্য হংকং ফুটবল অ্যাসোসিয়েশনকে (এইচকেএফএ) ৪০ হাজার হংকং ডলার জরিমানা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। চলতি বছর এরকম আরও দুটি দুটো ম্যাচে এই ধরনের ঘটনা ঘটায় এইচকেএফএ কে সতর্ক করে ফিফা। কিন্তু আবারও এর পনুরাবৃত্তি হওয়ায় জরিমানার মুখে পড়তে হলো দলটিকে। মধ্যপ্রচ্যের দল কাতারের বিপক্ষে ওই ম্যাচে ৩-২ গোলে হেরেছিল স্বাগতিক হংকং। স্বায়ত্ত্বশাসিত হলেও তা চীনেরই একটি অংশ হংকং। তাই তাদের আন্তর্জাতিক ফুটবল ম্যাচের আগে চীনের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এরআগে ভুটানের বিপক্ষে ম্যাচেও দুয়োধ্বনি ও বিদ্বেষসূচক ব্যানার ব্যবহার করেছিল হংকং। দলটির সমর্থকরা ওই ম্যাচেও ছোট মানসিকতার পরিচয় দিয়েছে বলে জানিয়েছে ফিফা। তাদের হাতের ব্যানারগুলোতে ‘‘ফাইট ফর হংকং’’, ‘‘উই আর হংকং’’ এ ধরনের বিদ্বেষসূচক উক্তি লেখা ছিল। আগামী ১৭ নভেম্বর চীনের বিপক্ষে একটি ফুটবল ম্যাচ খেলবে হংকং। ওই ম্যাচে অপ্রীতিকর ঘটনা এড়াতে এইচকেএফএ কে জরিমানা করে আগে থেকেই কিছুটা সতর্ক করে রাখল ফিফা।