খোলা বাজার২৪ বুধবার, ৭ অক্টোবর ২০১৫
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার চালতি পাড়া নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ৫ ফুট নীচে পড়ে যায়। আজ বুধবার বিকেলে এ দূর্ঘটনা ঘটে। এসময় পাশে থাকা মঙ্গল শাহের মাজারে গিয়ে বাসটি ধাক্কা খেয়ে পরে দুটি টং দোকানের উপর পরে। টং দোকানের গ্রাহক নাইম, শিলা ও বাবু নামের তিনজন ঘটনা স্থলে মারা যান। এবং বাচ্চু নামে একজনকে গুরুত আহত অবস্থায় হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে । আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। হাসাড়া ফাঁড়ীর ইন চার্জ মো. হাসান জানান, বুধবার বিকাল ৫ টায় মাওয়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস গাঙচিল, প্রায় ৫০ জন যাত্রী নিয়ে মহাসড়কের চালতি পাড়া এলে, নিয়ন্ত্রন হারিয়ে সড়ক থেকে প্রায় ৫ ফুট নীচে পড়ে যায়। সন্ধ্যা সাড়ে ছয়টায় রেকারের মাধ্যমে গাড়িটি উদ্ধার করা হয়। এসময় রাস্তার দু-পাশে যানজট দেখা যায়। ঘটনাস্থল পরিদর্শণে আসেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।