খোলা বাজার২৪ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১
ব্রিটেনের সেরা বেকারের প্রতিযোগীতায় চুড়ান্ত প্রতিযোগীতায় বিজয়ী হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত নাদিয়া হোসেন। বিবিসি-ওয়ান এর ‘গ্রেট ব্রিটিশ বেক অফ’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি ইতিমধ্যে সেমিফাইনালে পৌঁছেছেন। ফাইনাল পর্বে চূড়ান্তভাবে জয়ী হন তিনি। বৃটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস বিজয় ‘ব্রিটিশ টেলিভিশন বেকিং প্রতিযোগিতা’-২০১০ সাল থেকে বিবিসি প্রচার করে আসছে। ব্রিটেনে জন্ম ও বেড়ে ওঠা নাদিয়ার আদি নিবাস সিলেটের বিয়ানবাজারে। ব্রিটেনের লুটন শহরের চালনি গার্লস হাইস্কুলে অধ্যয়নকালে নাদিয়া কেক ও নানা ধরনের পিঠা পুলি বানাতেন। তিন সন্তানের জননী নাদিয়া এ জয়ে উচ্ছসিত প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন।