Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫
22সিলেটে একটি সেতু ও আশুগঞ্জে তিনটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ সাত প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন ছাড়াও তিন প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন করেন সরকারপ্রধান। উদ্বোধন করা প্রকল্পগুলো হল- সিলেটের কাজীর বাজার সেতু, মানিকগঞ্জের হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নয়াকান্দি সেতুসহ কিটিংচর ও সাটুরিয়া সেতু, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে বলভদ্র সেতু, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫১ মেগাওয়াট গ্যাসভিত্তিক আইপিপি বিদ্যুৎকেন্দ্র, ২০০ মেগাওয়াট মডিউলার বিদ্যুৎকেন্দ্র ও ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকল বিদ্যুৎকেন্দ্র, পোস্তগোলা সরকারি আধুনিক ময়দার মিল, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘জননেত্রী শেখ হাসিনা হল’ ও ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ উদ্বোধন করেন শেখ হাসিনা। একই সঙ্গে সিলেট বিমানবন্দর বাইপাস ইন্টার সেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্প, মানিকগঞ্জের হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মানিকগঞ্জ শহরাংশের চার লেনে উন্নীতকরণ কাজের এবং ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল রেলক্রসিংয়ের উপর রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন করেন শেখ হাসিনা।