খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫
প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড আগামী ১১ অক্টোবর রবিবার স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানায়, রবিবার ও পরের দিন সোমবার পর্যন্ত এই কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে। আর কোম্পানির রেকর্ড ডেট আগামী ১৩ অক্টোবর। বিশেষ সাধারণ সভার (ইজিএম) জন্য এ রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। রেকর্ড ডেটের কারণে ওই দিন শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে। প্রসঙ্গত, কোম্পানিটি তাদের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। আর কোম্পানিটির মূলধন বাড়াতে শেয়ারহোল্ডারদের সম্মতি দরকার হবে। এজন্য আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার কোম্পানিটি অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) করবে। আর এই সভার জন্য কোম্পানিটির নতুন রেকর্ড তারিখ আগামী ১৩ অক্টোবর মঙ্গলবার।