খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫ যুক্তরাষ্ট্রের লুসিয়ানা রাজ্যে গ্যাস প্ল্যান্ট বিস্ফোরণে নিহত হয়েছেন তিন কর্মী। অগ্নিদগ্ধ হয়েছেন কয়েকজন। শুক্রবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস-পাইকাউইনের প্রতিবেদনের জানানো হয়, জাতীয় গ্যাস প্ল্যান্টের এই সাইডে প্রায় ২০ জন কর্মী কাজ করার সময় বিস্ফোরণে ঘটনা ঘটে। মারা যান তিনজন। অগ্নিদগ্ধ কয়েকজনকে স্থানীয় একটি হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে কি কারণে এই বিস্ফোরণের ঘটনা– সে সম্পর্কে এখনো কিছু জানায়নি কর্তৃপক্ষ। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, এরই মধ্যে গ্যাসের পাইপলাইনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বিস্ফোরণের পর কোনো স্থান থেকে গ্যাস বের হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। এ ছাড়া বিস্ফোরণের বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।