খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫ জেলা শহরের কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর গ্রামে প্রভাবশালী জালাল উদ্দিন কর্তৃক দরিদ্র গৃহবধূ জোৎস্না বেগমকে নির্যাতনের ঘটনায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা উপজেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় কালিয়াকৈর পুরাতন বাসস্ট্যান্ডে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। জানা গেছে, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জেলা শহরের কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর এলাকার গৃহবধূ জোৎস্না বেগমকে প্রকাশ্যে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে এ ঘটনায় ভিকটিমের ছেলে নয়ন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার মূল নায়ক জালাল উদ্দিন এখানো রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। মানববন্ধনে বক্তারা বলেন, নারী নির্যাতন বন্ধ কর করতে হবে, নারী নির্যাতনকারী ঘৃণিত জালালের বিচার করতে হবে, নারী নির্যাতন যেখানে প্রতিবাদ সেখানে, নারী নির্যাতনের প্রতিবাদে এগিয়ে আসুন, নারী ও শিশু নির্যাতন রুখে দাঁড়াও, নারী কেন নির্যাতিত এর জবাব চাই, নারী নিয়ে ছিনিমিন খেলা বন্ধ কর, যৌন হয়রানি বন্ধ কর করতে হবে। মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর উপজেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান শরীফ, কালিয়াকৈর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আরিফ হোসেন খোকন, বাংলাদেশ মানববাধিকার বাস্তবায়ন সংস্থার কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি মো. আবু হানিফ, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন হান্নান, সহ-সম্পাদক ডা. হান্নান, বিশিষ্ট ব্যবসায়ি মো. আরিফুজ্জামান রুবেল, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার উপজেলা শাখার চেয়ারম্যান মোসা. সালমা আক্তার, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক মো. তোফাজ্জল হোসেন রানা প্রমূখ। প্রসঙ্গত, গত সোমবার দুপুর দেড়টার দিকে কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর এলাকায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জোৎস্না নামের ৪২ বছর বয়সী এক গৃহবধূকে প্রকাশ্যে মধ্যযোগীয় কায়দায় নির্যাতন করে একই এলাকার প্রভাবশালী জালাল উদ্দিন।