Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে 24গ্লোবাল স্টান্ডার্ড কমপ্লায়েন্স, এএমএল ও সিএফটি ইস্যু’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি) শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারের মোহাম্মদ ইউনুছ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের কনসালট্যান্ট চৌধুরী এমএকিউ সারোয়ার। অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশার, মো. হাবিবুর রহমান ভূঁইয়া, এফসিএ, আব্দুস সাদেক ভূঁইয়া, মো. শামসুজ্জামান, আইবিটিআরএ’র মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, প্রধান কার্যালয়, আইবিটিআরএ, ঢাকা সেন্ট্রাল, উত্তর ও দক্ষিণ জোন ও ঢাকা শহরের শাখার নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। মোহাম্মদ আবদুল মান্নান সভাপতির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক সকল কার্যক্রমে শতভাগ নিয়ম মেনে চলার উপর গুরুত্ব প্রদান করে থাকে। দেশীয় আইন-কানুন, বিধি-বিধান পরিপালনের পাশাপাশি আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স নিশ্চিত করার প্রতি তিনি গুরুত্বারোপ করেন।