খোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ : চট্টগ্রামে বিভিন্ন উপজেলায় রাতভর অভিযান চালিয়ে ৯১ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার দিনগত রাতে তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের ১৪ লিটার চোলাই মদ ও ১০০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান জানান, আটককৃতদের ৯১ আসামির মধ্যে ১২ জন নিয়মিত মামলার আসামি। বাকি ৭৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি।
তিনি আরও জানান, রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ লিটার চোলাই মদ ও মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকা থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।