খোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ : জেলার বাজিতপুর উপজেলায় ডাকাতের বল্লমের আঘাতে আমরুত মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার হালিমপুর ইউনিয়নের পশ্চিম কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আমরুত মিয়া ওই গ্রামের বাসিন্দা।
মৃতের পারিবারিক সূত্র জানায়, মধ্যরাতে আমরুত মিয়ার বাড়িতে হানা দেয় একদল ডাকাত। এ সময় ডাকাতদের চিনে ফেললে বাধা দেন আমরুত মিয়া। ডাকাতরা তার পিঠে বল্লম দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাজিতপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান ব্রেকিংনিউজকে জানান, তারা ঘটনাটি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।