খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫, নাজিরপুর, পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুরে ইয়াবা ও ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি হিরোইন, মদ, ইয়াবা ও ফেসনসিডিলসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। এর আগে নাজিরপুর থানা পুলিশ কর্তৃক মাদকসহ গ্রেফতার হয়েছিল। কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে আবার মাদক ব্যবসায় জড়িত হচ্ছে। জানা গেছে, উপজেলার চৌঠাইমহল গ্রামের মৃত. সুলতান শেখের পুত্র মাদক স¤্রাট নাজমুল শেখকে (৩৪) গত শনিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার বুইচাকাঠী গ্রামের কুদিরবাড়ি এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই হাসনাইন পারভেজের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ১শ’ পিস ইয়াবা ও ২ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে।