Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

48খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ : মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া আরো ১০৩ বাংলাদেশিকে ফেরত আনা হচ্ছে আজ।
সোমবার ষষ্ঠ দফায় ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের ফেরত আনা হবে।
সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্টের বিপরীতে মিয়ানমারের ঢেঁকিবনিয়ায় বাংলাদেশ প্রতিনিধিদল ও মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে শনাক্ত হওয়া ১০৩ বাংলাদেশিকে ফেরত আনা হবে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর গণমাধ্যমকে জানান, এই ১০৩ বাংলাদেশিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রাখা হবে। পুলিশের পক্ষ থেকে ওখানে তাদের জিজ্ঞাসাবাদ ও তথ্য সংগ্রহ শেষে এদের হস্তান্তর করা হবে।
প্রথমে ৭৩ বাংলাদেশিকে মিয়ানমার থেকে ফেরত আনার কথা থাকলেও রোববার রাত ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ১০৩ বাংলাদেশিকে ফেরত আনার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে বলে জানান বিজিবির ১৭ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকার।
উল্লেখ্য, গত ৮ ও ১৯ জুন, ২২ জুলাই এবং ১০ ও ২৫ আগস্ট মোট পাঁচ দফায় শনাক্ত হওয়া ৬২৬ বাংলাদেশিকে ফেরত আনা হয়। গত ২১ মে ২০৮ জন ও ২৯ মে ৭২৭ জন অভিবাসী প্রত্যাশীকে মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার করেছিল সে দেশের নৌবাহিনী। এরপর বাংলাদেশিদের শনাক্ত করতে কাজ করে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পর্যায়ক্রমে এই শনাক্ত হওয়া বাংলাদেশিদের ফেরত আনা হচ্ছে।