Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

17খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : ইন্দোনেশিয়ায় একটি লেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার দুইদিন পর জীবিত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে।
ফ্রান্সিসকুস সুবিহারদাইয়ান নামে ২২ বছর বয়সী ওই ব্যক্তিকে পশ্চিম সুমাত্রা দ্বীপের আগ্নেয় লেক তোবা থেকে উদ্ধার করা হয়।
লেকটিতে ভাসমান কচুরিপানার মাঝে তাকে পাওয়া যায় বলে বিবিসি জানিয়েছে।
এক ইঞ্চিন বিশিষ্ট হালকা ইউরোকপ্টার ইসি-১৩০ সামোসির দ্বীপ থেকে মেদান শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। একঘণ্টার এই যাত্রায় হেলিকপ্টারটি তোবা লেকে বিধ্বস্ত হয়।
রোববার হেলিকপ্টারটির সঙ্গে স্থানীয় সময় ১২.২০ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মকর্তা হেরোনিমুস গুরু বলেন, সুবিহারদাইয়ান জানিয়েছেন, হেলিকপ্টারটি যখন নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে নেমে আসছিল তখন সেখানে থাকা পাঁচ আরোহীর সবাই ঝাঁপ দিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন।
পাঁচজনের সবাই লেকের ওপর ভাসমান কচুরিপানা আঁকড়ে ধরার চেষ্টা করেছিল। কিন্তু পানির স্রোতের কারণে প্রত্যেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।
অনুসন্ধান ও উদ্ধার সংস্থার অপর একজন কর্মকর্তা হিশার তুরনিপ বলেন, “তাকে (সুবিহারদাইয়ান) খুব দুর্বল অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়েছে। সবল হওয়ার পর সম্ভবত তিনি আরো তথ্য জানাবেন।”
এই হেলিকপ্টার দুর্ঘটনায় কেউ বেঁচে আছেন কিনা তার সন্ধানে প্রায় ২০০ উদ্ধারকর্মী অব্যাহতভাবে অভিযান চালাচ্ছেন বলে জানা গেছে।