খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : দুই যুদ্ধরত শিয়ালের ছবি ২০১৫ সালের ‘ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে।
শৌখিন আলোকচিত্রী ডন গুতোস্কি ক্যামেরাবন্দী করেন আলোকচিত্রটি। কানাডার ওয়াপুস্ক ন্যাশনাল পার্কে একটি লাল শিয়ালের আরেক মেরু শিয়ালের মৃতদেহ কামড়ে ধরার বিষয়টিই ধরা পড়েছে ডনের ক্যামেরায়।
পুরস্কার পাওয়ার পর ডন জানান, ‘এটাই আমার তোলা সেরা ছবি।’
লন্ডনের ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামে মঙ্গলবার এক অনুষ্ঠানে ‘ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ হিসেবে ডনের নাম ঘোষণা করা হয়। ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামই এই প্রতিযোগিতার আয়োজক।
প্রায় শ’খানেক দেশ থেকে আসা ৪২ হাজার আলোকচিত্রের মধ্য থেকে বাছাই করা হয় ডনের এই ছবিটি।
‘এ টেল অব টু ফক্সেস’ শিরোনামের আলোকচিত্রটি শুক্রবার ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামে প্রদর্শিত হবে। পরবর্তীতে আলোকচিত্রটি অন্যান্য স্থানেও প্রদর্শন করা হবে।