খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : মানবতাবিরোধী অপরাধ মামলায় আপিলের চুড়ান্ত রায়ে ফাঁসির সাজাপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আপিলের রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) এ মামলায় যদি সাক্ষ্য-প্রমাণ সঠিক ভাবে মূল্যায়ন করা হয় তাহলে মুজাহিদের মূত্যুদন্ড টিকবে না। সুপ্রিমকোর্টের মিলনায়তনে বুধবার মুজাহিদের রিভিউ পরবর্তি এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মাহবুব হোসেন বলেন, মুজাহিদ যে আল-বদর কমান্ডার ছিলেন ট্রাইব্যুনালে এ মামলার কোনো সাক্ষী তা বলেননি। এমনকি, তদন্তকারী কর্মকর্তাও বলেন নাই। রিভিউ আবেদনে মুনতাসীর মামুনের লেখা‘দ্যা ভ্যানকুয়িষ্ট জেনারেল এন্ড দ্যা লিবারেশন অব বাংলাদেশ’ নামে একটি বই দাখিল করা হয়েছে। যে বইয়ে জেনারেল রাও ফরমান আলী ও জেনারেল নিয়াজী সাক্ষাৎকারে বলেছেন, আল বদর বাহিনী পাকিস্থান আর্মির সহায়ক বাহিনী ছিল। তারা আর্মির অধীনে কাজ করত। খন্দকার মাহবুব প্রশ্ন রেখে বলেন, তাহলে মুজাহিদের মত একজন নাগরিক কিভাবে সেই বাহিনীর প্রধান হতে পারেন? তিনি বলেন, কিভাবে মুজাহিদ হঠ্যাৎ বিগ্রেডিয়ার জেনারেল হয়ে গেলেন? তা আমার বুঝে আসে না। খন্দকার মাহবুব বলেন, এ মামলার রিভিউ আবেদনে স্বাক্ষ প্রমানের যদি সঠিক মুল্যায়ন হয়, তাহলে মুজাহিদের দন্ড বাতিল হবে এবং আদালত অন্যভাবে বিষয়টি দেখবেন। মাহবুব হোসেন আরো বলেন, বিশ্বব্যাপী সবাই মৃত্যুদন্ড রায়ের বিপক্ষে। অনেক দেশে মৃত্যুদণ্ডের বিধান বাতিল করা হয়েছে। এমতবস্থায় মৃত্যুদন্ডের সাজা কতটুকু যৌক্তিক আদালত তা ভেবে দেখবেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি স্বাধীনতা যুদ্ধের সময় দেশে ছিলেন না। ওই সময় তিনি পাকিস্থানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়া-লেখা করতেন। রিভিউ আবেদন এটাই যুক্তি সহকারে তুলে ধরা হয়েছে।