Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে ঘটনায় 135দিনাজপুরের পার্বতীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আক্তার হোসেনকে (৪৫) লাঞ্ছিত করা হয়েছে। বুধবার বিকাল ৫ টার দিকে পার্বতীপুর শহরের নতুন বাজার শহীদ মিনার রোডে আকতার হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান হাজী ইলেকট্রনিক্সে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৬ টার দিকে পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ চন্দ্রের নেতৃত্বে একদল পুলিশ এসে আকতার হোসেনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রোকসানার পরিবারের অভিযোগ , প্রায় ৬ মাস আগে পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আক্তার হোসেন হলদীবাড়ী গ্রামের আব্দুর রশিদের মেয়ে রোকসানা পারভীনকে (১৮) পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে ৩ লাখ ৬৭ হাজার টাকা উৎকোচ নেয়। দীর্ঘদিনেও চাকরির কোনো ব্যবস্থা না হওয়ায় টাকা ফেরত না দিয়ে উল্টো সে রোকসানার সঙ্গে অনৈতিক সর্ম্পক গড়ে তোলার চেষ্টা চালায়। সে প্রায়ই চাকরির কথা বলে মোবাইল ফোনে তার সঙ্গে ঘনঘন যোগাযোগ করে ও দেখা করতে বলে। এক পর্যায়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার অশালীন ফোনালাপের রেকর্ড সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকের মাধ্যমে পার্বতীপুর শহরে ছড়িয়ে পড়ে। রোকসানার আত্মীয়স্বজন ও পরিবারের বিক্ষুব্ধ সদস্যরা বুধবার বিকালে ব্যবসা প্রতিষ্ঠানে এসে টাকা দাবি করে। এতে রাজি না হলে তারা আকতার হোসেনকে এলোপাতাড়ি চড়থাপ্পর ও জুতাপেটা করে। রোকসানার পিতা আব্দুর রশিদ জানান- আকতার হোসেন তার মেয়ের পুলিশ কনস্টেবল পদে চাকরি দিবে বলে প্রথমে সাড়ে ৩ লাখ নেয়। পরবর্তীতে সে আরও ২৫ হাজার টাকা দাবি করে। এর মধ্যে ১৭হাজার টাকা পরিশোধ করা হয়। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় পুলিশের মধ্যস্থতায় ঘটনাটির নিষ্পত্তির চেষ্টা চলছে।