খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫ : ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার চলমান ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে আম্পায়ারের সমালোচনা করে এবার ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে ভারতীয় দলের ম্যানেজার বিনোদ ফাড়কের। কানপুরে অনুষ্ঠিত ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডের আম্পায়ারিং পছন্দ না হওয়ায় ইন্দোরে দ্বিতীয় ওয়ানডের আগে সংবাদমাধ্যমে সমালোচনা করেছিলেন ওই ম্যাচের ভারতীয় আম্পায়ার বিনিত কুলকার্নির বিরুদ্ধে তিনি। তিনি বলেছিলেন, ‘অধিনায়কের প্রতিবেদন আমি দেখিনি, তবে আমার প্রতিবেদনে অবশ্যই তার কথা লিখব। সবাই দেখেছে আম্পায়ারিং ভালো হয়নি।’ প্রকাশ্যে মন্তব্য করায় আইসিসির আচরণবিধির লঙ্ঘন হিসেবেই দেখছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। ইন্দোরে দ্বিতীয় ওয়ানডের পর শুনানি শেষে পড়ে ফাড়কেকে জরিমানা করেন ব্রড।