Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

50খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫ : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘বর্তমান সরকার শিশু নির্যাতন বন্ধে সচেষ্ট রয়েছে। আমাদের শিক্ষার উদ্দেশ্য হলো মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরি করা এবং তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা।’
শুক্রবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আমরা চাই, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ। এ জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। আর এ পরিবর্তন আনয়নে নেতৃত্ব দেবে আমাদের তরুণ প্রজন্ম। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে মেধার পরিচয় দিচ্ছে। আমরা আশা করি, তারা জ্ঞানার্জনের পাশাপাশি মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবেও গড়ে উঠবে।’
মন্ত্রী বলেন, ‘সমাজ থেকে শিশু নির্যাতন বন্ধ করতে হলে সুশাসন নিশ্চিতকরণের পাশাপাশি সামাজিক অবক্ষয় দূর করতে হবে। শুধুমাত্র আইনের মাধ্যমে সামাজিক অবক্ষয় দূর করা সম্ভব নয়। শিশু নির্যাতন শূন্যের কোঠায় নিয়ে আসতে হলে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। আর সেজন্য প্রয়োজন সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলা।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘সমাজে ছেলে-মেয়েদের সমান সুযোগ সৃষ্টি করা হলে মেয়েরা অবশ্যই এগিয়ে যাবে। তিনি মেয়েদের হয়রানি বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, ‘মেয়েদের যারা উত্যক্ত করে, তাদের ইভ টিজার বলবো না। এটি ‘আদুরে শব্দ’। আমি তাদের ‘অসভ্য’, ‘ইতর’ এবং ‘বদমাশ’ ছেলে বলি।’
বিশ্ব শিশু অধিকার দিবস এবং আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি এবং জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম যৌথভাবে ৭ দিনব্যাপি শিশু সপ্তাহের আয়োজন করে।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তাহমিনা বেগম এনডিসি, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফেকশন সি.এস.সি, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ও দি হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার প্রমুখ।