Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
 খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫ : sasth............................রাজধানীর ঢাকায় প্রতি এক লাখ মানুষের জন্য ১০৫টিরও বেশি স্বাস্থ্যকেন্দ্র আছে। আর প্রতি এক হাজার মানুষের জন্য রয়েছে হাসপাতালের ৪টিরও বেশি শয্যা।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) করা এক গবেষণায় এ তথ্য বলা হয়েছে।

বৃহস্পতিবার আইসিডিডিআরবির মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে রাজধানীতে ‘নগর স্বাস্থ্যসেবার চিত্র’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, গবেষনায় রাজধানী ঢাকা বলতে দুই সিটি করপোরেশন এলাকাকেই ধরা হয়েছে। তবে গবেষণায় ক্যান্টনমেন্ট এলাকা আওতাভূক্ত হয়নি।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, রাজধানীতে ১২ হাজার ৮০৯টি স্বাস্থ্যকেন্দ্র আছে এবং ৯৪ শতাংশই বেসরকারিখাতের।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা শহরে প্রতি এক হাজার মানুষের জন্য হাসপাতালের চার দশমিক চারটি শয্যা আছে। প্রতি এক লাখ মানুষের জন্য ১০৫ দশমিক পাঁচটি স্বাস্থ্যকেন্দ্র আছে।

প্রতিবেদনে বলা হয়, রাজধানীজুড়ে চিকিৎসকদের চেম্বার আছে এক হাজার ৮০০টি এবং তিনহাজারেরও বেশি চিকিৎসকের চেম্বার ওষুধের দোকানের সঙ্গে সংযুক্ত। শহর জুড়ে আছে পাঁচ হাজার ওষুধের দোকান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবুল কালাম আজাদ, আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক জন ক্লেমেনস, উপ পরিচালক আব্বাস ভূঁইয়া এবং সিনিয়র বিজ্ঞানী আলায়ন এম এডামস।

– See more at: http://www.sheershanewsbd.com/2015/10/16/100229#sthash.ojzUXy8K.dpuf