Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

65খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫ : আবারো বেড়েছে এড়ষফসানার দাম। এবার ভাল মানের সোনা ভরি প্রতি দেড় হাজার টাকা বাড়ানো হয়েছে। শনিবার থেকে বর্ধিত মূল্য কার্যকর হবে।
শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার মূল্য নির্ধারণ করতে বাধ্য হয়েছে বাজুস। এর আগে সর্বশেষ সেপ্টেম্বর মাসের ৯ তারিখে সোনার দাম সমন্বয় করে বাজুস।
নতুন দর অনুযায়ী শনিবার থেকে ২২ ক্যারেটের প্রতিভরি সোনা (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৩ হাজার ৭৪০ টাকায়। এর আগে গত ৯ সেপ্টেম্বর নির্ধারিত দাম অনুযায়ী শুক্রবার পর্যন্ত এ মানের সোনার বিক্রিমূল্য ছিল ৪২ হাজার ২২৩ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৫১৭ টাকা।
২১ ক্যারেটের সোনার নতুন দাম ভরিপ্রতি ৪০ হাজার ১২৪ টাকার পরিবর্তে ৪১ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের সোনা ভরিপ্রতি ৩৩ হাজার ৪৭৫ টাকার পরিবর্তে এখন বিক্রি হবে ৩৪ হাজার ৯৯২ টাকায়। এক্ষেত্রে দাম বেড়েছে ১ হাজার ৫১৭ টাকা।
অন্যদিকে সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি পূর্ব দাম ছিল ২২ হাজার ৫৬৯ টাকা। বর্ধিত দামে এই সোনা এখন বিক্রি হবে ২৩ হাজার ৯১১ টাকায়
একই দিন সোনার পাশাপাশি রূপার দামও বাড়ছে। শুক্রবার পর্যন্ত প্রতি ভরি রূপার দাম ছিল ৯৩৩ টাকা। নতুন মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে ৯৯১ টাকা।
এ বিষয়ে বাজুস সভাপতি কাজী সিরাজুল ইসলাম বলেন, এর আগে যখন আন্তর্জাতিক বাজারে দাম কমেছিল তখন দেশের বাজারেও আমরা দাম কমিয়েছিলাম। কিন্তু গত এক মাসে বিশ্ব বাজারে দাম বেড়েছে সোনার। তাই দেশের বাজারেও দাম সমন্বয় করা হলো।
তিনি জনান, শনিবার থেকে এ মূল্য কার্যকর করতে দেশের সব জুয়েলারি দোকানের মালিককে নতুন মূল্য তালিকা ফ্যাক্স যোগে পাঠানো হয়েছে।