Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার , ১৭ অক্টোবর ২০১৫: নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশ সফর স্থগিত করা অস্ট্রেলিয়া 22ক্ষতি পুষিয়ে দিতে বাড়তি ম্যাচ খেলার প্রতিশ্র“তি দিয়েছে। আইসিসির সভা থেকে ফিরে এ কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। বাংলাদেশ সফরে এবার দুটি টেস্ট খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। এই সিরিজ স্থগিত করায় আইসিসি সভায়ও দুঃখ প্রকাশ করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সভাপতি ওয়ালি এডওয়ার্ডস। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হওয়া নাজমুল হাসান জানান, ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন সভাপতি তাকে কথা দিয়েছেন, দেশে ফিরে যত দ্রুত সম্ভব বাংলাদেশ সফরের চেষ্টা করবেন তিনি। “অস্ট্রেলিয়া যেহেতু আসেনি ওরা বারবার করে দুঃখ প্রকাশ করেছে। ওখানে আনুষ্ঠানিকভাবে সবার সামনে করেছে। ওরা বলেছে, অবশ্যই ওরা এটা পুষিয়ে দেবে এবং আগের চেয়ে বেশি দেবে। সমস্যা হচ্ছে, অস্ট্রেলিয়ার সূচি খুবই ব্যস্ত। ওদের টেস্ট খেলতে আসতে চাইলে ২০১৬ সালের শেষ বা ২০১৭ সালের আগে আসতে পারবে না।” বিসিবি সভাপতি জানান, বাংলাদেশ সফরে আসার ব্যাপারটি আইসিসিতে সবার সামনেই নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। “এর সঙ্গে ওরা বলেছে, বাংলাদেশে আসতে চায় বা সফর করবে এটা প্রমাণ করার জন্য সামনে যখন ভারত বা শ্রীলঙ্কা সফরে আসবে তখন আমাদের সঙ্গে টেস্ট না হলেও একটা- দুইটা ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলার চেষ্টা করবে। তবে এই ব্যাপারে কিন্তু নিশ্চিত কোনো আলোচনা হয়নি।” নাজমুল হাসান জানান, অস্ট্রেলিয়া না আসায় কোনো ধরনের আর্থিক ক্ষতিপূরণ চাননি তিনি। টাকা নয়, তিনি জোর দিয়েছেন বাংলাদেশের আরও বেশি খেলার সুযোগ পাওয়া নিয়ে। “আমরা বলেছি, ওরা না আসাতে আমাদের কী ক্ষতি হয়েছে। এটা তো এমন না যে একটা খেলা হল না। বাংলাদেশে ক্রিকেটটা কী জিনিস সেটা আমরা ওদের বোঝানোর চেষ্টা করেছি। আমরা সক্ষম হয়েছি।” নিরাপত্তা ঝুঁকিতে অস্ট্রেলিয়া সফর বাতিল করায় আইসিসি সভায় সরব হওয়ার কথা বলেছিলেন নাজমুল হাসান। তিনি এবারের সভায় একটি ‘স্ট্যান্ডার্ড সিকিউরিটি প্ল্যান’ করার ব্যাপারে আলোচনা তুলেছেন। “আইসিসিতে আমাদের বক্তব্য ছিল, এই ধরনের সন্ত্রাসী হামলার কথা বলে যদি কোনো একটা দল আসা বাতিল করে এটার ব্যাপারে কী করণীয় আছে। আমার একটা আবেদন ছিল আইসিসি কাছে, তাদের এগিয়ে আসতে হবে। কী অবস্থা হলে একটা দল যাবে কী যাবে না।