খোলা বাজার২৪, শনিবার , ১৭ অক্টোবর ২০১৫: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে বিদেশীদের মতো করে হত্যার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট বাংলাদেশ নামের একটি সংগঠনের সদস্য আরাফ আল ইসলাম (আইএসবি)। ইমরান তার ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে স্ট্যাটাসে জানান, ‘আরাফ আল ইসলাম নামে এক উগ্র ধর্মান্ধ সন্ত্রাসী আজ সকাল ১০টা ১৯ মিনিটে আমাকে হত্যার হুমকি দিয়েছে। সে লিখেছে আমার মৃত্যু খুব নিকটে, বিদেশিদের মতো করে আমাকে হত্যা করা হবে।’ তিনি আরও লিখেছেন, ‘কাপুরুষদের এ ধরনের হুমকিকে হয়ত এত গুরুত্ব দেয়ার কিছু নেই। তবে এদেরকে আইনের আওতায় আনাটা আমি এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ মনে করছি। কেননা এই সন্ত্রাসীরা এখন শুধু হুমকিই দিচ্ছে না, কাপুরুষোচিত হামলা করে একের পর এক সন্ত্রাসী ঘটনা ঘটিয়েই যাচ্ছে।’ শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। ইমরান এ বিষয়ে অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।