খোলা বাজার২৪, সোমবার , ১৯ অক্টোবর ২০১৫ : বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ থাকায় ওয়েস্ট ইন্ডিজ বোলার মার্লন স্যামুয়েলসকে আগেও নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিজেকে সংশোধন করে বল হাতে ফের মাঠে ফিরেছিলেন এই অলরাউন্ডার। তবে ক্যারিবীয় এই তারকার বোলিং নিয়ে আবারও সন্দেহ প্রকাশ করেছে আইসিসি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে তার বোলিংয়ের বিরুদ্ধে রিপোর্ট করে আম্পায়াররা। নতুন করে সন্দেহ তৈরি হওয়ায় ১৪ দিনের মধ্যে আইসিসির অনুমোদিত পরীক্ষাগারে নিজেকে প্রমাণের জন্য যেতে হবে হবে স্যামুয়েলসকে। তবে এই সময়ে আন্তর্জাতিক ম্যাচে বোলিং চালিয়ে যেতে পারবেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ২৭ ওভার বোলিং করেছিলেন স্যামুয়েলস। ২০০৮ সালের পর এ নিয়ে মোট তিনবার স্যামুয়েলসের বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করল আইসিসি। ২০০৮ সালে প্রথমবার ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় নিষিদ্ধ হয়েছিলেন স্যামুয়েলস। অ্যাকশন পরিবর্তন করে ২০১১ সালে বোলিং শুরু করেন ক্যারিবীয় এই তারকা। এরপর ২০১৩ সালে মুম্বাইয়ে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তার বোলিং নিয়ে প্রশ্ন তোলে আইসিসি। তবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছ থেকে বোলিংয়ের ছাড়পত্র পাওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে তার বোলিং নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।