খোলা বাজার২৪, সোমবার , ১৯ অক্টোবর ২০১৫ : ভারতের রাজধানী দিল্লিতে সংবাদ সম্মেলন করতে এসে কালি কাণ্ডের শিকার হলেন জম্মু-কাশ্মীরের স্বতন্ত্র বিধায়ক প্রকৌশলী রশিদ। খবর আনন্দবাজারের। সোমবার বিকালে সাংবাদিকদের সামনেই তিন অজ্ঞাত যুবক রশিদের মুখে কালি ছিটিয়ে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে। পুরো ঘটনার দায় স্বীকার করেছে হিন্দু সেনা নামে একটি সংগঠন। প্রসঙ্গত, রশিদ এর আগে তার বাড়িতে বিফ পার্টি করার কথা ঘোষণা দিয়েছিল। এতে জম্মু-কাশ্মীরের বিধান সভায় রশিদের ওপর হামলা করে বিজেপির বিধায়করা। সোমবার এ নিয়ে দিল্লিতে সংবাদ সম্মেলন করতে গেলে এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে।