Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ : প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় 72বলেছেন, বাঙালি এক হয়ে এগোলে তাদের দাবিয়ে রাখার চেষ্টা অতীতেও সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। মঙ্গলবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘লেটস টক’ নামে এক অনুষ্ঠানে শতাধিক তরুণের সামনে আসেন প্রধানমন্ত্রীর ছেলে জয়। তিনি বলেন, ষড়যন্ত্র মোকাবিলা করে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয় তা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার জানে। অনুষ্ঠানে তরুণরা নানা বিষয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন; জয়ের সামনে রাখেন নানা প্রশ্ন। কোনো প্রশ্ন এড়িয়ে না গিয়ে স্বভাবসুলভ ভঙ্গিতে জবাবও দেন তিনি, মেটানোর চেষ্টা করেন তরুণদের প্রশ্নক্ষুধা। সরকারের অর্জনের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে এক তরুণের প্রশ্নের জবাবে জয় বলেন, “হ্যাঁ, ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র চলছে। “একাত্তরের আগে থেকে ষড়যন্ত্র ছিল। ২০০৮ এর পর থেকেও ষড়যন্ত্র চলছে। একের পর এক চেষ্টা চলছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মঙ্গলবার সিআরআই আয়োজিত ‘লেটস টক’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।ছবি: আসিফ মাহমুদ অভি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তেনে মঙ্গলবার সিআরআই আয়োজিত ‘লেটস টক’ অনুষ্ঠানে অংশগ্রহকারীরা। ছবি: আসিফ মাহমুদ অভি “অনেকেই আছে শুধু দেশেই না, বিদেশেও। তারা চায় না যে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মত চলুক। অনেক দেশ আছে তারা চায় যে বাংলাদেশ তাদের হুকুমমতো চলুক। অনেক দেশ চায়, আমরা যেমন অসাম্প্রদায়িক দেশ; সেরকম যেন না থাকি।” বাংলাদেশ একটি সাম্প্রদায়িক খিলাফত হয়ে যাক এমন চাওয়া কোন কোন দেশ ও মানুষের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এরকম ‘ষড়যন্ত্রকারী’ বাংলাদেশেই আছে দাবি করে প্রধানমন্ত্রী তনয় বলেন, “অনেকেই আছে তারা শুধু ক্ষমতায় যেতে চায়। মানুষের কাছে ভোট পেয়ে তারা কোন আসনে জিততে পারবে না; তাই তারা সারাক্ষণ ষড়যন্ত্রে লেগে থাকে, ক্ষমতার লোভে।” ষড়যন্ত্র মোকাবেলার ক্ষমতা নিজেদের রয়েছে জানিয়ে জয় বলেন, “আমরা ষড়যন্ত্র মোকাবেলা করতে জানি। বাঙালি জাতি যখন একসাথে আগায় কেউ আমাদের দাবিয়ে রাখতে পারেনি। একাত্তরে চেষ্টা করেছিল। একাত্তরে অনেক শক্তিশালী দেশ চেষ্টা করেছিল আমাদের স্বাধীনতা ঠেকাতে, পারেনি।” সজীব ওয়াজেদ জয় একসঙ্গে ষড়যন্ত্র মোকাবেলা করতে তরুণদেরকে সচেতন হওয়ার আহ্বান জানান। ‘লেটস টক’ নামে এই অনুষ্ঠানের আয়োজনে ছিল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই); যে সংস্থাটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন জয় নিজেই।। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মঙ্গলবার সিআরআই আয়োজিত ‘লেটস টক’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে প্রশ্ন করছেন একজন। ছবি: আসিফ মাহমুদ অভি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তেনে মঙ্গলবার সিআরআই আয়োজিত ‘লেটস টক’ অনুষ্ঠানে অংশগ্রহকারীরা। ছবি: আসিফ মাহমুদ অভি পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের অর্থায়ন ‘ষড়যন্ত্রের’ কারণে বাতিল হয়েছিল এবং এই ‘ষড়যন্ত্রের’ পেছনে বাংলাদেশের একজন ‘মহান’ ব্যক্তি ছিলেন বলেও জানান তিনি। জয় বলেন, “পদ্মা সেতু নিয়েও একটা ষড়যন্ত্র চলেছিল। সরাসরি আমি জানতে পেরেছি ষড়যন্ত্রটা কোথায়। এটি সম্পূর্ণ একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল। খুব দুঃখ করে বলতে হয়, আমাদের এই দেশেরই একজন মহান ব্যক্তি এই ষড়যন্ত্রের পেছনে জড়িত ছিলেন।” প্রায় দুই ঘণ্টার অনুষ্ঠানে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ (এমডিজি), জাতিসংঘের দেওয়া নতুন লক্ষ্যমাত্রা এসডিজি পূরণের প্রস্তুতি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রের অগ্রগতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ গড়ার প্রতিশ্র“তি রয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের। তার ছয় বছর আগে নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। জয় বলেন, “আমরা কিন্তু তাতে সন্তুষ্ট নয়। আমরা আরও বেশি স্বপ্ন দেখি। আমরা ২০৪১ সালে একটি উন্নত দেশ হব।