Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ : পাট ও পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিত করতে 76উদ্যোগ নিয়েছে সরকার। তবে এ উদ্যোগ বাস্তবায়নে শুধু সরকার চেষ্টা করলেই হবে না, বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে’— জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। সচিবালয়ে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০’ বাস্তবায়নে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ট্রাক ও কার্ভাডভ্যান মালিক সমিতি এবং ট্রাক এজেন্সি সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, অতিরিক্ত সচিব ড. মো. নজরুল আনোয়ার, অতিরিক্ত সচিব মো. মেসবাহুল ইসলামসহ বাংলাদেশ ট্রাক ও কার্ভাডভ্যান মালিক সমিতি ও ট্রাক এজেন্সি সমিতির প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘সোনালী আঁশ পাটরে উৎপাদন ও বহুমুখী ব্যবহার উৎসাহিত করা হচ্ছে। এ জন্য পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিতকরণের পাশাপাশি পরিবেশ বিরোধী প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে। এ জন্য ব্যাপক জনসচেতনতা দরকার। তাই বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সরকারি-বেসরকারি সংগঠনের অব্যাহত সহযোগিতা প্রয়োজন।’ তিনি বলেন, ‘বাংলাদেশকে আবারও সোনালী আঁশের দেশ হিসেবে রূপান্তর করে পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। পাটের বহুমুখী ব্যবহার এমনভাবে ফিরিয়ে আনতে হবে যাতে জনগণ পাট উৎপাদনে আগ্রহী হয়। তাই পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হবে।’ মির্জা আজম বলেন, ‘বর্তমানে দেশে পাট ও বস্ত্রের সংমিশ্রণে উন্নতমানের শার্ট ও প্যান্ট পিসসহ জিন্সের কাপড় উৎপাদন করতে হবে। যাতে পাটের বহুবিধ ব্যবহার বৃদ্ধি পায়।’ বাংলাদেশ ট্রাক ও কার্ভাডভ্যান মালিক সমিতি এবং ট্রাক এজেন্সি সমিতির প্রতিনিধিদের পক্ষ থেকে এ বিষয়ে সার্বিক সহায়তা দেওয়া হবে বলে প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করা হয়।