Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ : ক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, 79‘মুক্তিযুদ্ধের সময় সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরী পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়ে যুদ্ধাপরাধ করেছেন। তিনি পরবর্তী ৪৪ বছর ধরে পাকিস্তানের এজেন্ট হিসেবে এ দেশে কাজ করেছেন। তাদের সাফাই সাক্ষী মানা বিচিত্র কিছু নয়। এতেই প্রমাণ হয় সাকা চৌধুরী কাদের স্বার্থ হাসিল করেছেন।’ মঙ্গলবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর বাস স্ট্যান্ডে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণ সভায় যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। তিনি বলেন, ইতিপূর্বে আপনারা দেখেছেন, ‘কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার পর পাকিস্তান পার্লামেন্টে শোক প্রস্তাব আনা হয়েছিল। তারা বলেছে, এই কাদের মোল্লা পাকিস্তানের বন্ধু ছিল। পাকিস্তানের আদর্শ-উদ্দেশ্য রক্ষার জন্য কাজ করে যাচ্ছিল। কিন্ত এর আগে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছিল, এই কাদের মোল্লা, সেই কাদের মোল্লা নয়। পাকিস্তানের পার্লামেন্ট তার জন্য শোক প্রস্তাব আনার মাধ্যমে প্রমাণ হয়েছে, আওয়ামী লীগ যে কথাগুলো বলে আসছে, সেটা সত্য।’ স্থানীয় যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিকের হত্যাকারীদের বিচার দাবিতে আয়োজিত ওই স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি নাসিম কবির। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, কালিয়াকৈরে চন্দ্রায় ২১ আগস্ট আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রতিপক্ষের হাতে খুন হন উপজেলা যুবলীগের প্রাক্তন সভাপতি রফিকুল ইসলাম রফিক।