Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21খোলা বাজার২৪ ॥ বুধবার, ২১ অক্টোবর ২০১৫ : নিজের নামে একটি সিম নিবন্ধনের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে পরীক্ষামূলক সিম নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বুধবার সকালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করে তিনি বলেছেন, “বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় দেশ। এজন্য আমি গর্বিত।”
জয় সকালে মন্ত্রণালয়ে পৌঁছালে প্রতিমন্ত্রী তারানা হালিম তাকে স্বাগত জানান। এরপর মন্ত্রণালয়, নিয়ন্ত্রক সংস্থা ও বিভিন্ন সরকারি কোম্পানির ঊর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
শুরুতেই জয়ের নামে টেলিটকের একটি সিম নিবন্ধন করা হয়। তিনি আঙ্গুলের ছাপ দিলে টেলিটকের সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে তার জাতীয় পরিচয়পত্রের তথ্য চলে আসে। তা দেখে কর্মকর্তারা তার আইডি সম্পর্কে নিশ্চিত হন।
এরপর জয়কে টেলিটকের একটি সিম হস্তান্তর করেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী।
তারানা হালিম এ সময় বলেন, “তথ্য-প্রযুক্তি উপদেষ্টার নম্বরে ১৬ সংখ্যার আধিক্য রয়েছে। কারণ এটা আমাদের বিজয়ের সংখ্যা।”
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পরিকল্পনার কথা উল্লেখ করে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে জয় বলেন, “আমার ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল দেশের জন্য কিছু করার।
“আমি শুধু পরামর্শ দিয়েছি, বুদ্ধি দিয়েছি। বাস্তবায়ন করেছেন আপনারা। এজন্য সবাইকে ধন্যবাদ।”
আগামী এক নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে গ্রাহকরা মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করতে পারবেন। ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে চূড়ান্তভাবে নিবন্ধন প্রক্রিয়া শুরু করবে অপারেটররা।
ভুয়া পরিচয়ে অথবা নিবন্ধন না করে সিম কিনে নানা অপরাধে ব্যবহারের অভিযোগ বাড়তে থাকায় সম্প্রতি গ্রাহকদের তথ্য যাচাই ও সিম পুনঃনিবন্ধনের এই উদ্যোগ নেওয়া হয়। এরপর মোবাইল গ্রাহকদের সিমের তথ্য যাচাইয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডার ব্যবহারের প্রক্রিয়া শুরু হয়।