Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24খোলা বাজার২৪ ॥ বুধবার, ২১ অক্টোবর ২০১৫ : চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি কনসলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ১.২৪ টাকা। চলতি হিসাব বছরের জানুয়ারি ‘১৫ থেকে সেপ্টেম্বর ‘১৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানি এ আয় করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের বছরের একই সময়ে কোম্পানির এ আয়ের পরিমাণ ছিল ১.১৪ টাকা। এ হিসাবে আগের হিসাব বছরের তুলনায় চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে কোম্পানির আয় বেড়েছে ৮.০৬ শতাংশ।
অপরদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই ‘১৫ থেকে সেপ্টেম্বর ‘১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী গ্রীনডেল্টা লাইফের শেয়ারপ্রতি কনসলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। আগের বছর একই এ আয়ের পরিমাণ ছিল ২৭ পয়সা।
এ হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানির ইপিএস বেড়েছে ২৫ শতাংশ।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি কনসলিডেটেড সম্পদের পরিমাণ ছিল ৭১.৯৬৮ টাকা। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর এ সম্পদের পরিমাণ ছিল ৬৬.৮৫ টাকা।
১৯৮৯ সালে গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।